ইমাম আবু হানিফা (রাঃ) কে এক নাস্তিক প্রশ্ন করেছিল, আল্লাহকে যেহেতু দেখা যায় না কাজেই বিশ্বাস করা যাবে…?
.
আবু হানিফা (রাঃ)তাকে জিজ্ঞেস করলেন-
তুমি কি একটা জীবিত আর মৃতদেহের
পার্থক্য বোঝ…?
.
সে বলল- অবশ্যই বুঝি। একটায় প্রাণ আছে,, আরেকটায় নেই।
.
আবু হানিফা (রাঃ) বললেন- বেশ। এই প্রাণ জিনিসটা কী?
.
সে বলল- এটা হল আত্মা। শরীর থেকে বেরিয়ে গেলে মানুষ মারা যায়।
.
আবু হানিফা (র.) বললেন- এই আত্মা কি তুমি দেখতে পাও?
.
সে বলল- না, পাই না।
.
আবু হানিফা নাস্তিককে বললেন, “তবে…? সামান্য রুহ বা আত্মা, যেটা আল্লাহরই সৃষ্টি,
সেটাকেই তুমি দেখতে পাও না, সে সামর্থ্য তোমার চোখের নেই। এই দুর্বল চোখ দিয়ে তুমি কীভাবে এই রুহের সৃষ্টিকর্তাকে দেখার আশা রাখ…?