আমি যদি আমার ডোমেইনের রিনিউ চার্জ ১ বছর পর পেইড না করি তবে বা পরে করতে চাই সেক্ষেত্রে ডোমেইনটার কি হবে? সেটা কি আমারই থাকবে যে পরে যেকোনো সময় পে করে ইউস করতে পারবো নাকি হাতছাড়া হয়ে যাবে?? জানিনা তাই প্রশ্ন করলাম।
উত্তরঃ ডোমেইন এর মেয়াদ শেষ হওয়ার পর ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত আপনার একাউন্টে থাকতে পারে,
এই ৩০-৬০ দিন অর্থাৎ ১/২ মাস পরে আপনার একাউন্ট থেকে রিনিউ না করা ডোমেইনটি ডিলেট হয়ে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে,
তখন চাইলে যে কেউ সেই ডোমেইনটি কিনে নিতে পারবে
তবে এক্ষেত্রে সমস্যা হলো ডোমেইন নেইম সুন্দর হলে ডোমেইন এর দাম বেড়ে যেতে পারে
আমার একটি ডোমেইন ২,২০০ ডলার হয়ে গিয়েছিলো ২০১৬ থেকে ২০১৯ ইং সাল পর্যন্ত ৩ বছর এই প্রাইসটি বহাল ছিলো
এই প্রাইসে কেউ ডোমেইনটি ক্রয় করেনি এবং আমি প্রতিনিয়ত ডোমেইনটির উপর নজর রাখছিলাম
৩বছর পরে দেখলাম সেটি পুনরায় ১০ ডলার হয়ে গিয়েছে
আশাকরি আপনার উত্তরটি পেয়েছেন