অনেকেই মনে করেন ই-মেইল মানে শুধু জিমেইল এটি ভুল ধারনা আমরা মোবাইলের সিম বলতে কি শুধু 015 বুঝি ? অবশ্যই না। মোবাইলের সিম একাধিক কোম্পানির রয়েছে যেমনঃ টেলিটকঃ 015 এয়ারটেল 016, গ্রামিন 017, রবি 018, বাংলালিংক 019 ইত্যাদি, ঠিক তেমনি ভাবে এর ও অনেক কোম্পানি রয়েছে যেমনঃ Gmail, Yahoo, Nokiamail ইত্যাদি
ওয়েব মেইল কি ?
ওয়েব মেইল হচ্ছে Gmail, Yahoo, Nokiamail ইত্যাদি অন্যান্য ই-মেইল এর মত একটি ই-মেইল একাউন্ট, আপনি যদি G-mail.Com এ একটি একাউন্ট তৈরী করেন তাহলে আপনার ই-মেইল এর ইউজার নেম এর শেষে G-mail.Com থাকবে। যেমনঃ আমার ইমেইল ইউজার নেম nitbsl@gmail.com ওয়েব মেইল ব্যাবহার করতে হলে অবশ্যই আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, আমার ওয়েব অ্যাড্রেস www.nit.com.bd এখন আমি যদি ওয়েব মেইল তৈরী করি তাহলে আমার ইমেইল ইউজার নেম হবে nitbsl@nit.com.bd উল্লেখ্য nitbsl এর পরিবর্তে যে কোন নাম অথবা সংখ্যা ব্যাবহার করতে পারেন। চাইলে আপনি ও একটি ইমেইল কোম্পানি পরিচালনা করতে পারেন, যখন কেউ আপনার সাইটে একাউন্ট করবে তার ইউজার নেম এর শেষে @nit.com.bd মানে আপনার ওয়েবসাইটের নাম থাকবে।
(তবে ইমেইল কোম্পানি পরিচালনা করা খুব বড় ব্যায়ের ব্যাপার, মনে রাখবেন জিমেইল ডট কম প্রতিটি একাউন্টে ১৫ জিবি ডাটা ইউজের সুবিধা দেয় )
উল্লেখ্য কোন নাম ব্যাবহার করে ইমেইল তৈরী করা থাকলে একই নামে দ্বিতীয়বার ইমেইল একাউন্ট তৈরী করা যায় না।