নোটিশঃ এই পেইজ এর তথ্য আপডেট চলছে, পরিবর্তন / পরিবর্ধন হতে পারে।
এন’আই’টি এর সাথে অংশীদার ব্যবসার সুবিধা।
মাত্র ১ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আপনার ব্যাবসা (এন’আই’টি ডট কম বিডি এর সাথে)
বেশি লাভবান হওয়ার জন্য ৩ হাজার / ৫ হাজার /১০ হাজার অথবা এর বেশি বিনিয়োগ এর মাধ্যমে শুরু করতে পারেন।
এক নজরে আমাদের সার্ভিসঃ
- ল্যাপটপ ও কম্পিউটার বিক্রি।
- ল্যাপটপ / কম্পিউটারের যাবতীয় এক্সেসরিজ বিক্রি।
- সকল ব্রান্ড / নন ব্রান্ডের মোবাইল ও মোবাইল এক্সেসরিজ বিক্রি।
- ডোমেইন, হোষ্টিং বিক্রয় ও সার্ভিস প্রদান।
- ওয়েব ডিজাইন সার্ভিস।
- ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ও অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষন।
খুব শিঘ্রই আরও কিছু সার্ভিস যোগ করা হবে।
( উল্লেখ্যঃ বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার এর মাধ্যমে সার্ভিস প্রদান করা হয়। )
বিনিয়োগের পরিমান হিসাবে সুবিধা / ছাড় / কমিশনঃ
ধরে নেয়া যাক আমাদের একটি কম্পিউটার কোর্সের ফি ৫ হাজার টাকা
এক্ষেত্রে ১ হাজার টাকা বিনিয়োগকারী ১৫০ টা কমিশন ছাড় পাবেন।
ক্রমানুসারে ৩ হাজার টাকা বিনিয়োগকারী ৫০০ টাকা
৫ হাজার টাকা বিনিয়োগকারী ১,০০০ টাকা
১০ হাজার টাকা বিনিয়োগকারী ২,০০০ টাকা ছাড় পাবেন।
ঠিক অনুরুপভাবে ল্যাপটপ, কম্পিউটার / মোবাইল সহ যে কোন প্রোডাক্ট নিজে ক্রয় করলে অথবা কারো কাছে বিক্রি করলে নির্দিষ্ট পরিমান ছাড় / কমিশন পাবে।
যার বিনিয়োগ ১০ হাজার টাকা সে জামানাত ছাড়াই ১০ হাজার টাকার
আপনি কি ফিক্সড বেতনে কাজ করতে চান ?
তাহলে আপনাকেই বলছি…
ভেবে দেখুন যে কোম্পানি / প্রতিষ্ঠান আপনাকে ২০ হাজার টাকা অথবা তার চেয়ে বেশি বেতন প্রদান করবে তাঁরা আপনাকে দিয়ে অবশ্যই বেতনের চেয়ে অধিক মূল্যের কাজ আদায় করে নেবে ? সেটা তাদেরকে না দিতে পারলে আপনার চাকরির দীর্ঘতা অনিশ্চিত ! এবার সিদ্ধান্ত নিন ফিক্সড বেতনে নাকি চুক্তিতে কাজ করবেন ?
কি… সিদ্ধান্ত নিতে পারছেন না…? আচ্ছা, তাহলে আপনি ফিক্সড বেতনেই কাজ করুন।
চুক্তিতে কাজ করলে যে প্রডাক্ট বিক্রি করার বিনিময়ে আপনাকে ২ হাজার টাকা কমিশন দেওয়া হত, আপনি যখন ফিক্সড বেতনে কাজ করবেন তখন আপনাকে টার্গেট দেওয়া হবে সেই প্রোডাক্ট প্রতি মাসে কমপক্ষে ১০ টা বিক্রি করতে হবে। আপনি নিজে হলেও এমনটি চাইতেন। আর যদি কম বিক্রি করার পরে ও ফিক্সড বেতন দিতে চান তাহলে আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী ,
মনে রাখবেন ৫ + ৫ = ১০ । ঠিক অনুরুপ ৬ + ৪ = ও ৩ + ৭ = এর উত্তর ও ১০ যেভাবে খুশি হিসাব করুন।
আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে আপনি লাভবান হতে পারেন।
আমরা আপনাকে যে সুবিধাগুলো দিচ্ছিঃ
১। ভালো মানের প্রোডাক্ট এর নিশ্চয়তা, কম দামের প্রোডাক্ট এর ক্ষেত্রে প্রোডাক্ট এর মানের ব্যাপারে শতভাগ সচ্ছ ধারনা।
২। কম খরচ এবং কম সময়ে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে কন্ডিশনে প্রোডাক্ট পাঠানো। প্রোডাক্ট হাতে পাওয়ার পর মুল্য পরিশোধ করার সুবিধা।
৩। আমাদের মেম্বারশীপ গ্রহন করলে প্রয়োজনে প্রোডাক্ট ফেরত ও বাড়তি মূল্য ছাড় / কমিশন প্রদান। উল্লেখ্য যে, আমরা সবসময় ভালো মানের প্রোডাক্ট সরবরাহ করে থাকি।
৩। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও মোবাইল এক্সেসরিজ এর সকল প্রকার প্রোডাক্ট সরবরাহ করে থাকি। উল্লেখ্য আমরা কিছু প্রোডাক্ট সরাসরি চায়না থেকে ক্রয় করি। সকল প্রকার প্রোডাক্ট এর তালিকার লিঙ্ক এই পোষ্টের শেষে দেওয়া হবে।
জেলা / থানা ভিত্তিক মেম্বারশীপ / প্রতিনিধি নোয়োগ দেওয়া হচ্ছে।
ষ্টুডেন্ট মেম্বারশীপঃ ( ফেরতযোগ্য ) ৩ হাজার টাকা জামানতের মাধ্যমে ষ্টুডেন্ট মেম্বারশিপ সুবিধা গ্রহন করা যাবে। ষ্টুডেন্ট মেম্বারশীপ এর জন্য প্রতি মাসে সর্বোচ্য ৩০ পয়েন্ট মুল্যছাড় পাবেন। প্রোডাক্ট এর মূল্যের সাথে তার পয়েন্ট উল্লেখ করা থাকবে। কমিশন এর লিষ্ট এর লিঙ্ক খুব শীঘ্রই এখানে দেওয়া হবে >>
বিজনেস পার্টনারঃ ( ফেরতযোগ্য ) ১০ হাজার টাকা জামানতের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় / বিক্রয়ের উপর লভ্যাংশের ৩০% কমিশন সুবিধা গ্রহন করা যাবে। নতুন একজনকে আমাদের টিমে যোগদান করালে রেফার গিফট হিসাবে ৩০০ টাকা দেওয়া হবে, যোগদান করার ৩০ দিন পরে চুক্তি বাতিল করে সম্পূর্ন টাকা ফেরত নিতে পারবেন। সেক্ষেত্রে প্রসেসিংএর জন্য ১০ দিন সময় নেয়া হতে পারে।
এছাড়াও আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরী করে প্রতি মাসে ইনকাম নিশ্চিত করতে পারেনঃ
১। ওয়ার্ডপ্রেস সাইট মুল্যঃ 3,000 টাকা।
২। ওয়ার্ডপ্রেস সাইট মুল্যঃ 5,000 টাকা।
৩। ওয়ার্ডপ্রেস সাইট মূল্যঃ 10,000 টাকা।